কামরুল হাসান:
ব্রেক হলো ইংরেজি শব্দ। এর মানে নিয়ন্ত্রন বা থামানোর যন্ত্র। সচল শব্দটির অর্থ চলনসই বা চলনোপযোগী। আর কার্যকর মানে সঠিক প্রয়োগ বা কাজে লাগানো। সব মিলে এই দাঁড়ালো যে, নিয়ন্ত্রন যন্ত্রটি চলনোপযোগীর মাধ্যমে যথাসময়ে কাজে লাগান। আমরা মনে করি, একেকটি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা, পরিবার ও সমাজ তথা দেশ একেকটি গাড়ি। একজন চালককে গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে প্রয়োজনে বা এটি নিয়ন্ত্রনে রাখতে ব্রেক কষতে হয়। ঠিক তেমনই গাড়িসম প্রত্যেকটি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা, পরিবার ও সমাজ তথা দেশকে সঠিক পথে চালিয়ে নিতে অবশ্যই নিয়ন্ত্রন যন্ত্র ব্যবহার করতে হয়। সব রকমের গাড়ির চালককেই ওটি নিয়ন্ত্রনে রেখে চালিয়ে নিতে হয়। নিয়ন্ত্রন যন্ত্রটি কিন্তু একটি সু-শৃঙ্খল যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে। অর্থাৎ বিশেষ করে কয়েকটি যান্ত্রিক সাইডের সমন্বিত প্রক্রিয়া কতিপয় নিয়ম-নীতি অনুসরন করে চলে। প্রত্যেকটি সাইড একে অপরকে সহযোগিতা করে থাকে। তাই চালক এটির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো গাড়িটি নিয়ন্ত্রনে রেখে সঠিক গন্তব্যে পৌঁছান। অবশ্য এতে পথে ট্রাফিক ও অন্যান্যদের সহযোগিতা তো রয়েছেই। একটি কথা না বললেই নয়, ব্রেক বা নিয়ন্ত্রন যন্ত্রটি যদি সু-শৃঙ্খল যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক ভাবে কাজ না করতো। অর্থাৎ যান্ত্রিক সাইডগুলোর সমন্বিত প্রক্রিয়ায় সঠিক নিয়ম-নীতি অনুসরন না করে চলতো। প্রত্যেকটি সাইড একে অপরকে যদি সহযোগিতা না করতো। তাহলে কি চালক এটির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো গাড়িটি নিয়ন্ত্রনে রেখে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারতেন? আর পথে ট্রাফিক ও অন্যান্যরা যদি সহযোগিতা না করতেন, তাহলে কি সম্ভব হতো? না হতো না। আবার হবেও না। সুতরাং চালকগণ অবশ্যই নিজ নিজ গাড়ি নিয়ন্ত্রনে রাখতে ব্রেক সচল রেখে এর কার্যকর বা সঠিক প্রয়োগ করুন। এখানে একটি বিশেষ রাজনৈতিক সংগঠনরূপী গাড়ি ও এর চালকের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। কারন- বেশ কিছু দিন ধরেই এর কিছু অকার্যকর নাট-বল্টরু বাড়াবাড়ি আর খামখেয়ালিতে গাড়ির ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়- গাড়ি, গাড়ির কোম্পানি ও চালকের যথেষ্ট দুর্নাম আর বদনাম করছে। তাই উটকো ঝামেলা বা অনাকাঙ্খিত দুর্টঘটনা এড়াতে প্রয়োজনে অকার্যকর নাট-বল্টু মেরামত, ছাঁটই বা পরিবর্তন করুন। আশা করছি চালকগণ বুঝতে পারছেন। কারন-বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
কামরুল হাসান