কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত তিন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে।
সরকারী নিয়ম-নীতি না মেনে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালনায় আদালত সরিষাবাড়ী পপুলার ডায়গনোস্টিক সেন্টারকে ৫শ’ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করে। ল্যাব ওয়ান ডায়গনোস্টিক সেন্টারকে ৫শ’ টাকা জরিমানাসহ সতর্কীকরন করে। এছাড়া সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালের বিরুদ্ধে বেশ কয়েক বার প্রসূতি ও নব-জাতক মৃত্যুর অভিযোগের কারনে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার সীলগালাসহ ২ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) লিজা রেসিং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাদ মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।