রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুর ট্রাক- সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ায় আরো ২ দুইজনের মৃত্যু হয়।
সোমবার (১০ শে মার্চ ) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে শেরপুর গামী ট্রাক ও ফুলপুর গামী সিএনজির মুখমোখি সংঘর্ষ ফুলপুর উপজেলার মাড়া দেওরা গ্রামের চৌরা বাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার সাতুগাঁও গ্রামের সিএনজি গাড়ি চালক আশিক মিয়া ( ২০) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের হাসান হোসেন (১৮) ও নরসিংদী জেলার রায়পুরা থানার আবুল কাশেম(৫০)।
আহতরা হলেন, ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের লাভলী খাতুন (৪৫) ও স্বপন মিয়া ( ১৭) ও অজ্ঞাত নামা ইসাহাক আলী (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায় নরসিংদী জেলার রায়পুরা থানার আবুল কাশেম ,নকলা উপজেলার গৌড়দ্বার মেয়ের বাড়িতে ৪ দিন আগে বেড়াতে আসেন,মঙ্গলবার নরসিংদির উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। এ সময় সিএনজিতে অন্য যাত্রীও ওঠেন।
সকাল ৯ টার দিকে ফুলপুর উপজেলার মাড়া দেওরা চৌরা বাড়ি নামক স্থানে শেরপুরগামী একটি ট্রাক – ময়মনসিংহ গামী সিএনজিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক মিয়া, যাত্রী আবুল কাশেম ও হাসান হোসেন মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহত লাভলী খাতুন, স্বপন মিয়া, ও ইসাহাক আলী কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ২ জনের মৃত্যু হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ট্রাক চালক পলাতক রয়েছেন। উপজেলার খড়িয়া ঘাট থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ।