কামরুল হাসান:
প্রতি বছরই পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অফিস সময় পরিবর্তিত হয়। যাতে রোজাদারদের কষ্ট ও ভোগান্তি লাঘব হয়। এবারের রমজানেও অফিস সময় সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরাই সঠিক সময় মেনে চলছেন না। রমজানের প্রথম দিনই দিগপাইত ইউনিয়ন পরিষদে গিয়ে ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ১০টা নাগাদ দুয়েক জন গ্রাম পুলিশ ছাড়া আর কাউকে চোখে পড়েনি। সকাল ১১টার দিকে আসেন হিসাব সহকারী। তবে কয়েক জন সেবা প্রত্যাশী সকাল ৯টার একটু আগে থেকেই অপেক্ষা করছিলেন। অথচ পাশাপাশি দিগপাইত ইউনিয়ন ভূমি অফিস, ছোনটিয়া ডাকঘর ও কৃষি ব্যাংকে সময় মেনে কাজ চলছিল। সচেতন মহলের প্রশ্ন : দিগপাইত ইউনিয়ন পরিষদ রমজানের অফিস সময় মেনে চলবে কি? এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।