রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়নের ২নং ওয়াড
সাধারণ সম্পাদক নুর ইসলাম(৪১)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি)তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত নুর ইসলাম চিকনমাটি দীঘলটারী এলাকার মো.মোশারফ হোসেন ওরফে কালু মাহমুদ এর ছেলে। বর্তমানে নুর ইসলাম সদর ইউনিয়নের ২ং ওয়াড সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম জানান, আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।