নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী (বিসিআইসি) শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দেশের আরেকটি বড় মাপের সার কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদন চালু রাখতেই বিসিআইসি কর্তৃপক্ষ ওদিকে নজর দেন। ফলে জেএফসিএল-এ কাঙ্খিত পরিমাপের চেয়ে গ্যাসের চাপ কমে যায়। তাই কর্তৃপক্ষ গত বছরের ১৫ জানুয়ারী এটির উৎপাদন বন্ধ করে দেয়। নানা যৌক্তিক কারনে এ কারখানাটি চালুর দাবিতে কয়েকটি সামাজিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় সভা, মানব বন্ধন, মিছিল, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে। অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ে। তাই কারখানাটির উৎপাদন শুরুর প্রস্তুতি নেয়া হয়। অতঃপর যন্ত্রপাতির ত্রæটি সারিয়ে ও কলকব্জা মেরামতের মাধ্যমে এটি চালুর উপযোগী করা হয়। বর্তমানে কারখানাটি চালুতে শুধু গ্যাসের জন্য অপেক্ষা মাত্র। গ্যাসের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পেট্রোবাংলার তিতাস গ্যাস কোম্পানীতে আবেদনও দেয়া হয়েছে। এখন গ্যাস পাওয়া গেলেই কারখানাটির উৎপাদন শুরু করা সম্ভব। জামালপুর সংবাদ ২৪.কম কে এমন কথাই জানিয়েছেন জেএফসিএল’র এমডি শহিদুল ইসলাম