প্রদীপ চন্দ্র মম
নেতা _
আনারসের মতো তেলতেলা, হারিকেন হাতে
জনসেবাই লক্ষ্য; উন্নয়ন সে-কি আর বলতে হয়?
নদী ভরাট করে রাজপ্রাসাদ গড়ে দিব। নাহয়
অনাহারীর চাল বিক্রি করে মদ কিনে দিব।
কিসের ভয়? সাংবাদিক প্রতিবাদ করলে লাশ করে দাও
আমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী; _আমার এলাকার আমিই মহারাজা!
নিয়োগ বিজ্ঞপ্তি। চাকুরী ভাগাভাগি
হায়, হায়! মহাখুশি আমি
নির্বাচনী খরচ তোলার এই তো সুযোগ;
চাকুরী নিবে নগদ টাকা তিন লাখ।
মামা, খালু, চাচা আর দালালদের অনুরোধে
কথা দিয়ে দিলে _ পাছে সেটাও হয়ত পাবে না।
তাড়াতাড়ি যোগাযোগ কর।
হায়! আ-করা পাবলিক
চিৎকার চেঁচামেচি করে লাভ নেই কোন;
বিশ্বে অর্থনৈতিক মন্দা, প্রবাসে কর্মী ছাটাই,
পূর্ব নেতার দুর্নীতি- তবে ভয় নেই কোন
আমার ভয়ংকর কর্মীবাহিনী। আমার টিআর
আমি দিব, টাকা পেলে যাকে খুশি তাকে দিব।