কামরুল হাসান:
আগামী ১২ ফেব্রæয়ারী রোজ বুধবার সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে । খুব জোর-তোড় চলছে সম্মেলন বাস্তবায়নে সকল প্রস্তুতির কাজে। কর্মব্যস্ত নেতা-কর্মীদের নিরলস পরিশ্রমের মধ্যেও তাদের প্রাণ চঞ্চল মন। বলতে গেলে দীর্ঘ ১৭ বছর প্রায় অনেকটা গোপনীয়ভাবেই সভা-সম্মেলন করতে হয়েছে। দলবেঁধে বা মিছিল নিয়ে আসাটা ছিল খুবই কঠিন। ভিন্ন ভিন্ন পথে সাধারন পথচারীর মতো আসা-যাওয়া করতে হয়েছে। তবুও আ’লীগের হামলা-মামলার শিকার হতে হয়েছে নেতা-কর্মীদের। এখন আর সে অবস্থা নেই। তাই পুরো উপজেলা জুড়েই বইছে খুশির আমেজ। ইতোমধ্যেই মাঠ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। চলছে মনের মতো করে মাঠ সাজানোর কাজ। নেতা-কর্মীরা সারা দিন পরিশ্রমের পাশাপাশি রাত জেগেও কাজে সহযোগিতা করছেন। নেতা-কর্মীদের মন চাঙ্গা রাখতে সারা দিন সারা রাত মাইকে গান চলছে। আবার নেতা-কর্মীদের অনেকে গান গেয়ে আনন্দ-উল্লাসও করছেন। এরপর শুরু হবে মঞ্চ তৈরীর কাজ। তবে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে অনেকটাই গুরুত্ব দেয়া হচ্ছে। তাই জেলা ও উপজেলা বিএনপি’র উর্ধ্বতন নেতৃবৃন্দ সর্বদা খোঁজ-খবর নিচ্ছেন।