নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ১৪১ জামালপুর -৪ সরিষাবাড়ি আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের গ্রামের বাড়ী দৌলতপুরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতার উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসার প্রধান দরজার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নীচ তলার ২ টি রুমের তালা ভেঙ্গে ঘরের ভিতরে থাকা চেয়ার-টেবিল ভাংচুর করে অগ্নিসংযোগ করে।
সে সময় আশপাশের বাড়ীর লোকজন আতঙ্কে বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তারা আরো জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে এহেন ঘটনা ঘটায়।অপরদিকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার তারাকান্দি বাসায় হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলা ভাংচুরের বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়ার কাছে জানতে চাইলে, তিনি জামালপুর সংবাদ ২৪.কম কে জানান ভাংচুর অগ্নিসংযোগ এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছন।