সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার( ৫ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার। এতে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মমিন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে। এতে উপজেলার ৩০ জন কৃষক কৃষাণী অংশ নেন।