1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে মসজিদের ফ্লোর ভাঙ্গা থেকে অজগর সাপ উদ্ধার নরসিংদীর কামারগাও এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা। ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা নেতার আশ্বাস ছাতকে শুরু “অপারেশন ডেভিল হান্ট” যুবলীগ নেতা গ্রেফতার ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার

ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের সরস্বতী পূজা উদযাপন

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫ইং, সকাল সাতটা থেকে শুরু করেন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কলেজের মাঠে এই আয়োজিত পূজা উদযাপন করা হয়। সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্তবৃন্দ বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। এ উপলক্ষে ঐতিহ্যবাহী ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজে সনাতন সম্প্রদায়ের জ্ঞান ও বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী’র সভাপত্বিতে আয়োজিত এই উৎসবে ছিল পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত, নৃত্য ও আরতি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সার্বজনীন এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক অভিভাবক সদস্য পান্নালাল ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক ক্ষীরোদ বিহারী দাশ, প্রাক্তন শিক্ষার্থী তুষার কান্তি দত্ত পুরকায়স্থ, মির্জাপুর কেজি স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় চক্রবর্তী, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব বলেন, সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। আমার গ্রামের বাড়ির পাশেই রয়েছে অনেক সনাতন সম্প্রদায়ের বাড়ি। আমার ছেলেবেলায় সেসব বাড়ি থেকে সন্ধ্যায় উলুধ্বনি শুনতাম। একটু পরে আবার মসজিদ থেকে শুনতাম আযান, এটাই আমাদের ঐতিহ্য, যা আজও বহমান। আযান ও উলুধ্বনি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে হিন্দু-মুসলমান সম্পর্ক অনেকটা পরিবারের মতো।
অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী তার বক্তব্যে প্রতিষ্ঠান ও দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান, সুসম্পর্ক বজায় রাখা ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের এবারের সরস্বতী পূজার প্রতিমাটি কলেজের সৌজন্যে তৈরি করে দিয়েছে কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী প্রার্থীব চক্রবর্তী সূর্য। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। তার অপুর্ব শিল্পকলা দশরথ পরিবারকে মুগ্ধ করেছে। তাকে নিয়ে আমাদের গর্বের অন্ত নেই। তার আরও একটি পরিচয় আছে, সে কলেজের প্রভাষক সুপর্ণা লাহিড়ী ও মির্জাপুর কেজি স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় চক্রবর্তী দম্পত্তির সুযোগ্য সন্তান।
তিনি আরও বলেন, বিদ্যাদেবী সরস্বতীর বাহন রাজহাঁসের বড় গুণ হল দুধ এবং জল একত্রে মিশিয়ে দিলে একমাত্র রাজহাঁসই দুধকে আলাদা করে পান করতে পারে। সমাজে ভাল-মন্দ সবই রয়েছে, তোমাকে মন্দটি বাদ দিয়ে শুধুমাত্র ভালোটি গ্রহণ করা শিখতে হবে। সরস্বতী দেবীই হলেন সমাজের মন্দটি বাদ দিয়ে সুশিক্ষা অর্জনের পথিকৃৎ। দেবীর হাতে যে বীণা রয়েছে তা শিল্প ও সংস্কৃতির প্রতীক, যা মানুষকে সাধারণ থেকে অসাধারণের অনন্য উচ্চতায় আরোহন করাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট