নিজস্ব প্রতিবেদক
জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তারাকান্দি চৌরাস্তা মোড় থেকে মিছিলটি চরপাড়া হয়ে
যমুনা সার কারখানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাকান্দি গেইটপাড় হয়ে কান্দাপাড়া বাজার পরে গেটপার এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন-
সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ যুবদল নেতা লিটন তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ ফকির।