নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রধান জনপ্রিয় জাতীয় দৈনিক ‘যুগান্তর’ ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক ভাইবোন এবং যারা এ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যুগান্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি।
যুগান্তর বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যুগান্তর সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করছে আসছে যুগান্তর।
এ পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং দেড় যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তার মূল কারণ সংবাদ পরিবেশনে পত্রিকাটির আপসহীন অবস্থান ধরে রাখা।
আগামী দিনেও যুগান্তরের এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি যুগান্তরের সাফল্য কামনা করি।
ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
সম্পাদকীয় ও ইসলামী পাতার লেখক দৈনিক যুগান্তর
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।