আব্দুল হালিম মধুপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের সেওড়াতলা এলাকায আদালতের আদেশ মুলে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা জজ আদালতের নাজির নজরুল ইসলাম এর নেতৃত্বে মধুপুর উপজেলাধীন পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেওড়াতলা বাজারে একটি উচ্ছেদ
অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৬০.৫৮ শতাংশ জায়গার মধ্যে ৩টি দোকান এবং বাকী অংশে গাছপালা ছিল সে সব কেটে এবং দোকান ঘর ভাংচুর করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযানে আসা টাঙ্গাইল জেলা জজ আদালতের নাজির নজরুল ইসলাম জানান মধুপুর উপজেলাধীন মধুপুর পৌরসভার শেওড়াতলা বাজারে মরিয়ম বেগম এর ৬০.৫৮ শতাংশ জায়গা এলাকার বিভিন্ন লোকজন দোকান এবং গাছপালার বাগান করে দখল করেছিল। উক্ত ৬০.৫৮ শতাংশ জায়গা মরিয়ম এর নামে পূর্বে থেকেই রেকর্ড ছিল।
মরিয়ম বেগম তার নামে রেকর্ডকৃত জায়গা দখল না নিতে পেরে ২০১৮ সালে টাঙ্গাইল কোর্টে একটি মামলা করেন। উক্ত মামলা দীর্ঘদিন পরিচালিত হওয়ার পর তার পক্ষে রায় যায়। কোর্টের এই রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার মরিয়ম বেগমের ৬০.৫৮ শতাংশ জায়গা দখলমুক্ত করে দেওয়া হয়।