1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে মসজিদের ফ্লোর ভাঙ্গা থেকে অজগর সাপ উদ্ধার নরসিংদীর কামারগাও এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা। ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা নেতার আশ্বাস ছাতকে শুরু “অপারেশন ডেভিল হান্ট” যুবলীগ নেতা গ্রেফতার ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার

মিথিলা

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

তুমি কি জানো মিথিলা? ইদানিং ঘুমাতে চাইলেও চোখে ঘুম আসে না; অথচ ক’দিন আগেও যখন দিবসের ব্যস্ততা মাড়িয়ে ঘরে ফিরে ঘুমাতে চাইতাম- একটা দুইটা বই পড়তে পড়তে নিমেষেই ঘুমিয়ে যেতে পারতাম। কিন্তু কী যেন হয়েছে আমার; ঘুমাতে চাইলেও এখন আর দ্রুত ঘুমিয়ে যেতে পারি না; বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত কেটে যায়। সকাল হতে না হতেই পাখিদের কলরব; নিত্যকর্মের কোলাহলে আলোকিত হয় ধরা; তখন আর ঘুমানো যায় না; লোকে বলে- রাতে ঘুম না আসা আর ক্ষুধামন্দায় ভোগা মানেই হলো অর্ধেক পাগল; বিষয়টি নিয়ে আমার এক ডাক্তার বন্ধুর সাথে কথা বলেছি। ডাঃ বিনয় বর্মন আমার সমস্যার কথা শুনে তো রীতিমত খুশি; খিলখিল করে হাসে, তারপর বলে- যাক বাবা, অবশেষে মম বুঝি প্রেমে পড়েছে। ভয় নেই বন্ধু, চালিয়ে যাও; তো’র মনে আছে কি? কলেজ জীবনে আমরা যারা প্রেম-ভালবাসা আর জীবনসঙ্গী খুঁজে খুঁজে হয়রান হয়ে সময়ের অপচয় করতাম; সে সময়ে তুই তো প্রেম-ভালবাসার ঘোর বিরোধী ছিলি। একমাত্র তোর হাতে ধরা খাওয়ার ভয়ে আমি আর অন্তরা কত-যে পালিয়ে পালিয়ে দেখা করেছি; তার কোন হিসেব নেই; আজ বুঝো- প্রেমে পড়লে কেমন লাগে; তো’র মনে আছে কি? ক্যামপাসে ক্লাস শেষ করে আমরা বন্ধু-বান্ধবীরা যখন ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম; কেউ কেউ আবার প্রেম করতাম; তুই তো তখন আমাদের থেকে দূরে সরে একা-একাকী আনমনে আকাশ পানে তাকিয়ে থাকতি; নাহয় অজানা কোন বিষয় নিয়ে নিজে নিজেই প্রেমের সব কবিতা লিখতি; বান্ধবীদের মধ্যে অনেকেই তো’কে পাগলের মতো ভালবাসতে চেয়েছে; কেউ কেউ তো’র ভালবাসা পাওয়ার আশায় কলঙ্কিনীও হয়েছে; কিন্তু ওদের ভালবাসার দাম, তুই কখনো দিসনি; অথচ ভালবেসে সংসার পেতে আজ আমরা সুখী; তুই তো বোকার মতো সারাটা জীবন বোকাই রয়ে গেলি!
ডাক্তার সাহেব, বক্তব্য বেশ ভালোই দিলেন; এবার ঔষধ লিখুন; হাতে সময় কম; তাছাড়া একা থাকার মাঝেও কিন্তু নীবিড় একটা সুখ আছে। এখানে জীবনের কোন দায়বদ্ধতা নেই, নেই কোন পিছুটান; জীবনে একা থাকার আরেক নাম- জীবনের পূর্ণ স্বাধীনতা ভোগ; এসব কথা থাক; আগে বলো- অন্তরা কেমন আছে? তো’কে জীবন-সাথী করে ও তো আমায় ভু্লেই গেছে; বিপথে চলতে চলতে তো’র মাথাটাই খারাপ হয়েছে মম; অন্তরা এখনো আমার চেয়ে তো’কেই বেশি ভালবাসে; তোর মনে আছে কি? আমরা সবে কলেজে ভর্তি হয়েছি; ক্যামপাসে সেই প্রথম দিন থেকেই অন্তরা তো’কে পাগলের মতো ভালবেসেছে; আর কতবার যে তুই ওকে শুন্য হাতে ফিরিয়ে দিয়েছিস; তার কোন হিসেবই আমার জানা নেই; অন্তরা’র প্রতি তো’র নিদারুন অবহেলা দেখতে দেখতে আমিই একদিন অন্তরা’র প্রেমে পড়ে যাই; আমি যতটা না অন্তরাকে ভালবেসেছি তার চেয়ে অনেক গুণ বেশি অন্তরা তো’কে ভালবেসেছে; অন্তরা’র প্রতি তোর অবহেলা আর তো’র প্রতি অন্তরা’র ভালবাসা দেখে আমি বারবার দুঃখ-কষ্টে ব্যথিত হয়েছি; আমার তো মনে হয়- সে সময় তো’র মধ্যে কোন মনই ছিল না; ছিল না কোন মায়া-মমতা; কাউকে ভালবেসে ভালবাসা না পাওয়ার যে-কি জ্বালা সেটা তো’র মতো নিষ্প্রাণ মানুষ কোনদিনই বুঝবে না; অন্তরা বলেছে আমায়- তো’র উপর সীমাহীন অভিমান আর জেদের বশে অন্তরা আমাকে ভালবাসতে শুরু করে; ভালবাসার এক যুগ অতিবাহিত করে আজ আমরা পরিণত সংসারী; তবে এখনো মন খারাপ হলে মাঝে মাঝে তো’র কথা বলে; বলে- তুই নাকী অন্তরাকে অনেক ঠকিয়েছিস; খুব করে জানতে চায়- তুই কেমন আছিস;
হঠাৎ মুঠোফোনে কোলাহল; কল রিসিভ করতেই ওপ্রান্ত থেকে জিজ্ঞেস করলো- কোথায় মম? দ্রুত রমনা পার্কে চলে যাও; প্রকাশ্য-দিবালোকে নাকী প্রেমিক তার প্রেমিকাকে কুপিয়ে হত্যা করেছে; দ্রুত রিপোর্ট পাঠাও; কলটা কেটে দিয়েই বলি- বন্ধু, সমস্যা হয়েছে; আজ আসি রে; ভালো থাকিস সব সময়….

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট