
নিজস্ব প্রতিবেদক
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র শেহমান ইসলাম প্রতিভা ও দক্ষতার পরিচয়ে হয়ে উঠেছেন গানের জগতে এক উজ্জ্বল তারকা। ২০২২ সাল থেকে লোক, নজরুল, এবং আধুনিক গানে ধারাবাহিকভাবে স্কুলের চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
শেহমানের অর্জন শুধু স্কুল পর্যায়ে সীমাবদ্ধ নয়। তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন, যা তার প্রতিভার গভীরতাকে তুলে ধরে।
শেহমান ইসলাম কেবল গানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি একজন দক্ষ উপস্থাপক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। “বিডি চাইল্ড ট্যালেন্ট” নামে একটি সামাজিক সংগঠনে তিনি বিভিন্ন শো উপস্থাপনা করেন। তার অনন্য উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
শেহমান প্লেব্যাক গানও করেছেন। করেছেন অভিনয়। ঢাকার নামকরা প্রতিষ্ঠানে লাইভ গানের অনুষ্ঠানও করেছেন।
তাঁর গান সবার কাছে এতোটাই প্রিয় যে তার রয়েছে অনেক ভাইরাল গান।