সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক সিমেন্ট কারখানা সিসিএফ ইন্সটিটিউটের উদ্যোগে সিমেন্ট ফ্যাক্টরি মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি দিনব্যাপী মাঠে খেলাধুলা ও বিকেলে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সকালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দকে নিয়ে ৪ নং এলাকা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান। মাঠে অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, মশাল প্রদক্ষিণ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। বিকেলে সিসিএফ ইন্সটিটিউটের সভাপতি রেজাউল করিম জনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্যাক্টরি হাসপাতালের চিকিৎসক ডা: ওয়াহিদুর রহমান, প্রশাসনিক ব্যবস্থাপক
কামরুজ্জামান শেখ, ব্যবস্থাপক (এমটিএস) সৌমিত্র সাহা, রোপওয়ে বিভাগের প্রধান ইউসুফ আলী, নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা ক্লাবের সভানেত্রী রোকেয়া বেগম শিউলি, সহ-সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা ফেরদৌস আরা মুন্নি, সিবিএ রেজি নং-বি-৮০’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সিসিএফ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক মাহিন চৌধুরী। অনুষ্ঠানে ফ্যাক্টরির সর্বস্তরের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাতক বিডি ক্লিনের পক্ষ থেকে ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও সিবিএ বি- ৮০’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় ১ম থেকে ৩য় পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। ##