নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পিংনা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণে জামালপুর
জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন- এ দেশকে বাঁচাতে হলে কৃষকদের বাঁচাতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। পুরুষ মানুষের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমাদের মা-বোনদের এগিয়ে আসতে হবে।
পিংনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপি’র সদস্য গোলাম রব্বানী লিকু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। কৃষক সমাবেশটি প্রানবন্তভাবে সঞ্চালন করেন- সরিষাবাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ।