1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে মসজিদের ফ্লোর ভাঙ্গা থেকে অজগর সাপ উদ্ধার নরসিংদীর কামারগাও এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা। ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা নেতার আশ্বাস ছাতকে শুরু “অপারেশন ডেভিল হান্ট” যুবলীগ নেতা গ্রেফতার ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার

শ্রীমঙ্গল যুব বিভাগের মেধাবিকাশ শিক্ষা সফর অনুষ্ঠিত

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার নির্দেশে সৃষ্টি হয়েছে। তিনি সব কিছুর স্রষ্টা। আর কিছু বস্তু মহান আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন অবলোকন। মানুষের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের শিক্ষা সফর সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ইং, সকাল ৭টার সময় শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ যাত্রা শুরু আগে দোয়া করেন, পরে উনার নেতৃত্বের মাধ্যমে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আকরাম হোসাইন এর সঞ্চালনায় শিক্ষা সফরের দুটি বাস গাড়ি ৯৭জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলার অন্যতম তাহিরপুর পর্যটন স্পট প্রকৃতি কন্যা যাদুকাটা নদী বাদাঘাট, মানিগাঁও শিমুল বাগান এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুপুর ৩টার সময় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি স্পট পরিদর্শন-সহ বিভিন্ন খেলাধুলা ও নানান কর্মসূচি পালন করা হয়। খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় গাড়ি ছাড়া হয়, মাঝপথে রাস্তায় চলতি গাড়ির মাঝে ভিতরে সবাইকে নাস্তা দেওয়া হয়। পরে রাত সাড়ে ১১ সময় শ্রীমঙ্গল এসে পৌঁছা হয়। এর আগে রাস্তায় গাড়ি থামিয়ে সকল সাড়ে ৮টার সময় সংগঠনের ডিজাইন করা লোগো লাগানো একটি টি-শার্ট ও নাস্তা দেওয়া হয়। পরে বেলা ০১টার সময় রাস্তায় গাড়ি থামিয়ে বড় একটি মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। পরে কিছুক্ষণ আশার পর আবারও গাড়ি থামিয়ে বিরতি দিয়ে সবাইকে দুপুরের খাবার দেওয়া হয়।
মেধাবিকাশ শিক্ষা সফরে (ভ্রমণ) উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা-সহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন-সহ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখা নেতৃবৃন্দরা প্রমুখ।
এ সময় তাদের সাথে সফর সঙ্গী মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোঃ জালাল উদ্দিন। তিনি বলেন, সফর (ভ্রমণ) মানুষকে কুপমন্ডুকতার ছত্রছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার। ক্ষুদ্র এ মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই সফর (ভ্রমণ) যদি হয় মানুষের জীবন চরিত্র শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন মানুষের জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে মানুষেরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। এছাড়া দেশের বাইরে সফরের মাধ্যমে তারা নানা দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারে যা তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে।
মোঃ জালাল উদ্দিন তিনি আরও বলেন, বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। কুরআন হাদিসের শিক্ষার সাথে জীবনকে সাজানো। আর সেই শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়। এসব কর্মকান্ডের মধ্যে শিক্ষা সফর (ভ্রমণ) অন্যতম। শিক্ষা সফরে (ভ্রমণ) গিয়ে মানুষেরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর (ভ্রমণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট