উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মুজাহিদুল ইসলাম,
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান,
সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস
এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং ব্র্যাক এনজিওর প্রতিনিধি মাফুজা খাতুন।
ছাত্রীদের পক্ষ থেকে নবম শ্রেণির ছাত্রী নুজহাত জাবিন ও আফিয়া ইসলাম অর্পি তাদের বক্তব্যে বাল্যবিবাহের কুফল এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বাল্যবিবাহের ভয়াবহ প্রভাব, আইনগত দিক এবং সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, “বাল্যবিবাহ একটি কিশোরীর ভবিষ্যৎ নষ্ট করে এবং সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। নারীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এই সমস্যার সমাধান করা জরুরি।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালা শেষে ব্র্যাক এনজিওর উদ্যোগে ১০০ জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা বাল্যবিবাহ প্রতিরোধে একটি টেকসই সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখবে।