সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে এক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি এক নারীকে আটক করেছে ছাতক থানা পুলিষ। মঙ্গলবার ২১ জানুয়ারি রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার পশ্চিম নোয়ারাই এলাকার একটি বসতঘরে তল্লাসী চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার ও এক নারীকে আটক করে পুলিশ।
ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে, এ এস আই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্স সহ পশ্চিম নোয়ারাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর বসত ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার ও ফাতেমা বেগম শিল্পীকে আটক করেন। ফাতেমা বেগম শিল্পী (২২) নামের নারী মাদক ব্যবসায়ী পশ্চিম নোয়ারাই মহল্লার সমসুর রহমানের স্ত্রী। পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য ৩০ হাজার টাকা। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া হাসান জানান ১ জন আটকের কথা। এব্যাপারে এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)’র ১৯(ক)/৪১ ধারায় ছাতক থানায় একটি মামলা( নং ২৪) দায়ের করা হয়েছে।##