মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের বাজেট চাহিদা নির্ধারণ, বরাদ্দ বৃদ্ধি, এবং বাজেট বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডরপ-এর ইভলভ প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজ নেটওয়ার্কের সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন ইভলভ প্রকল্পের সমন্বয়ক প্রতিভা বিকাশ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, এবং আরও অনেকে।বক্তারা ইউনিয়ন পরিষদ বাজেট প্রণয়নে স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী খাত নির্ধারণ, জলবায়ু খাতে বরাদ্দ বৃদ্ধি, এবং বাজেট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বাজেট মনিটরিং ও ট্র্যাকিং প্রক্রিয়া উন্নত করার পরামর্শ দেন।সভায় আরও উপস্থিত ছিলেন ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, সুশীল সমাজ নেটওয়ার্কের সদস্য নাহিদা আক্তার, তাপস চন্দ্র কর, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম,গনেশ পাল, ফজলুল হক খোকন ।বক্তারা উল্লেখ করেন, স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও জনমুখী করতে বাজেটের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তারা সাংবাদিকদের এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দক্ষ ও শক্তিশালী করার জন্য একগুচ্ছ সুপারিশ উঠে এসেছে, যা আগামীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।