মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা কৃষি অফিস এর বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুম বোরো ধানের সমলয় চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনী রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মোরেলগঞ্জের মধ্য কচুবুনিয়া রামচন্দ্রপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চল।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফেরদৌস,সিনিয়ার প্রগ্রাম অফিসার mcro watershed govermance soirdandad network asia bangladesh.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শঙ্কর কুমার মজুমদার, উপপরিচালক কৃষি সম্পসারন অধিদপ্তর খামারবাড়ী ববাগেরহাট। জনাব লুনা রানী মল্লিক,জেলা কৃষি প্রকৌশলী।
অনুষ্ঠানে এছাড়াও সাংবাদিক, কৃষিবিদ,রাজনৈতির ব্যক্তিবর্গ সহ প্রমুখ।