নিজস্ব প্রতিবেদক
জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দিতে পোগলদিঘা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড শাখা শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যমুনা সার কারখানার ১ নং গেইটপাড়ে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পোগলদিঘা ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট
ব্যবসায়ী চাঁন মিয়া (চানু)। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। বক্তব্য রাখেন – বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান আদম, সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সদস্য রাশেদুজ্জামান লিটন ফকির, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি”র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ ফকির, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য আফজাল হোসেন অংকন, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া প্রমুখ। সম্মেলনটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ড্রাইভার।পরে রাতে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।