মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, মশাল প্রজ্বালন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক হাওলাদার।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি মোরেলগঞ্জ পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: মাইনুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ এখলাস শেখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ইভেন্টে অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,“ক্রীড়া প্রতিযোগিতা কেবল শারীরিক দক্ষতার উন্নয়ন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।”
উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এই আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।