প্রদীপ চন্দ্র মম
ফুটপাত থেকে রাজপ্রাসাদে এসেছি;
হোটেল বয় থেকে কোটিপতি বনে গেছি;
আজ আমি বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতা;
তোষামোদীতে সকলের সেরা, এ তল্লাটে রাজাদের মহারাজা;
টাকা আর ক্ষমতার ভারে আমি যেন অমর হয়ে গেছি;
দিনকে রাত আর রাতকে দিন
দুধের শিশুকে নেতা বানাতে আমি বুঝি প্রতিদ্বন্দ্বীহীন;
দশ লাখ টাকায় বহু বেকারকে চাকুরী দিয়েছি;
শত শত কর্মীদের চাঁদা দিয়ে ভরণ-পোষণ করি;
দলের প্রয়োজনে লাখ লাখ টাকা উপঢৌকন দিয়ে থাকি;
আমি ভিক্ষুককে ভিক্ষা দিই না; আর
চোখ থাকতেও অন্ধ, আমি পেপার পড়তে পারি না!
তবুও সারাক্ষণ মনের মাঝে- একটা স্বপ্ন উঁকিঝুকি মারে;
আমি যদি শিক্ষিত হতাম _
তবে এ দেশটাই একদিন বিক্রি করে দিতাম।