কামরুল হাসান ঃ
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড়ে তিন দিন ব্যাপি ঐতিহ্যবাহী জামাই মেলা ও পিঠা উৎসব ১৯ জানুয়ারী শুরু হয়েছে।
দিগপাইত ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরিদ এ মেলার শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন মেলায় আগত জামাইদের পাঞ্জাবি উপহার দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিগপাইত ইউনিয়ন বিএনপি‘র সভাপতি জিয়াউল হক মাস্টার। মেলা পরিচালনায় রয়েছেন এখলাছুর রহমান উকুল তালুকদার। তাকে সহযোগিতা করছেন সেলিম হোসেন।
উল্লেখ্য, মেলায় বিভিন্ন ধরনের স্টল/ দোকান লক্ষ্য করা গেছে। বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির পাশাপাশি সৌখিন চায়ের আড্ডা থেকে তরিতরকারী মাছ ও বিভিন্ন ধরনের খাবার, খেলনা ও কসমেটিক্সসহ প্রসাধনীর দোকান বসেছে। এছাড়া নানা রকমের রাইডের পাশাপাশি নজর কেড়েছে রনপায় হাটা। গ্রামীন খেলাধুলা ছাড়া মেলার কথা ভাবাই যায় না। দর্শকদের আনন্দের জন্য লাঠি খেলা, হা-ডু-ডু, রশি টানাটানি, বল নিক্ষেপ, চুড়ি ছুড়া, লক্ষ্য ভেদ ও বাঘ বন্দিসহ নানান খেলার আয়োজন করা হয়েছে। বিনোদনের জন্য নাটকের পাশাপাশি পুতুল নাচের ব্যবস্থাও রয়েছে। মাটির পুতুলের পাশাপাশি পঞ্চ, ককশীট, কাপড় ও জীবন্ত পুতুলের নাচে দর্শকরা বিমোহিত। সময়ের সাথে তাল মিলাতে অর্থাৎ দর্শকদের চাহিদা অনুযায়ী নাচেরও রকমফের হয়। মেলায় যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এ জন্য মেলা কমিটির পক্ষ থেকে বলেনটিয়াররা নজরদারি করছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহলও রয়েছে।