নিজস্ব প্রতিবেদক
জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দিতে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল পোগলদিয়া ইউনিয়ন শাখার আয়োজনে যমুনা সার কারখানার গেইটপাড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের প্রধান কার্যালয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করেন।
পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যমুনা সারকারখানা কোং লিঃ (জেএফসিএল) শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেএফসিএল সিবিএ সভাপতি শফিকুল ইসলাম, সিবিএ সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেএফসিএল ইউনিটের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ড্রাইভারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর বিস্তর আলোচনা করেন।