সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন,সর্বজন শ্রদ্ধেয় (ছাতকী হুজুর নামে পরিচিত) কালারুকা ইউনিয়নের মুক্তির গাও নিবাসী শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুক্তিরগাও পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান। সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মাওলানা সালেহ আহমদ বেতকুনি, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানি, খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক, সিলেট জেলা জজকোর্ট’র আইনজীবী জামায়েত নেতা এডভোকেট রেজাউল করিম তালুকদার, দারুল উলুম’র নির্বাহী মুহতামিম, মাওলানা ফজলুর রহমান, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা আব্দুল আহাদ, কালারুকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, ছাতক কেন্দ্রীয় বাসষ্টেন্ড জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন, সৎপুর কামিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা রশীদ আহমদ চৌধুরী, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাতক জালালীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলী আসগর খান, সুনামগঞ্জ দ্বীনি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের মোহাম্মদ খালেদ, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজি আব্দুস ছামাদ, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মোঃ ইমাদ উদ্দিন ও মরহুমের ভাই আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাজার হাজার ইমাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং গ্রামবাসীসহ হাজার-হাজার মুসুল্লিরা। জানাজায় ইমামতি করেন, হজরত মাওলানা পীরজাদা মাসরুর আহমদ খান রামপুরী, ভারত। ##