মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর
পাটুয়ার পাড়( শাহ পুর)গ্রামে মোল্লা টেক্সটাইল তুলার মিলস লিঃ অবস্থিত। অদ্য ১৭/১/২৫ ইং শুক্রবার দুপুরে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের
লোকজন আগুন নিভাতে এগিয়ে আসেন এবং শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে আগুনের ঘটনার ব্যাপারে অবগত করানো হলে তিনি তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কারণে শিবপুর ফায়ার সার্ভিস ,পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন
এবং আশেপাশের লোকজন এর সার্বিক সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হন। বিকেল চার ঘটিকা সময় রেপিড একশন ব্যাটালিয়ান র্যাব অফিসার পুড়িয়ে যাওয়া মোল্লার টেক্সটাইল তুলার মিলস ঘটনাস্থল পরিদর্শন করতে আসিলে উক্ত মিলস ম্যানেজার পাটুয়ার পার গ্রামের কাজল মিয়ার ছেলে শাহীন মিয়া অফিসার কে ভিতরে প্রবেশের বাধা দেয় , তখন অফিসার মিলস মালিক মঞ্জুর মোল্লা কে ফোন দিয়ে অনুমতি নিলেও ম্যানাজার মোল্লা
টেক্সটাইল মিলস ( তুলার মিলস) এর ভিতরে প্রবেশে বাধা দেয় এবং বলেন যে ব্যাংকের লোকজনের সাথে নিয়ে ভিতরে ডুকেন র্যাব অফিসার মালিকের সাথে কথা বলার জন্য বলিলে ম্যানেজার শাহিন বলে মালিকের সাথে কথা বলার দরকার থাকলে আপনি বলেন ,এটা ব্যাংকের সম্পত্তি ব্যাংক বুঝবে ,প্রায় ১ ঘন্টা অপেক্ষা করে
বাকবিতণ্ডের পর পুনরায় মালিকের সাথে কথা বলিলে ম্যানেজার শাহীন বলে যদি মালিক পক্ষ অর্ডার দেন ভিতরে ডুকতে তাহলে মালিক পক্ষ বোকামি করবে। উপস্থিত জনসাধারণ ও আশেপাশের লোকজনের সাথে আলাপ করে জানা যায় আগুন নেভানোর পর একটি সাইনবোর্ড লাগানো হয় যাহার ঠিকানা উল্লেখ আছে কারারচর এবং এই সম্পত্তি এশিয়া ব্যাংক লিমিটেড মাধবদী শাখায় দায়বদ্ধ মোবাইল নং ০১৭৭৭৭৯২১৬২। মোল্লা মিলস বর্তমান অবস্থান পাটুয়ার পার (শাহ পুর) আরো জানা যায় এই তুলার ফ্যাক্টরির আশেপাশের লোকজন ম্যানেজারের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এবং আগুনে পুড়িয়ে যাওয়ার ঘটনা ম্যানেজার শাহীন কে প্রশাসনিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এছাড়াও সংবাদ কর্মী পুড়ে যাওয়ার ঘটনার ছবি তুলতে গেলে ম্যানেজার উপস্থিত লোকজনের সাথে মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করে। আগুনের ঘটনায় আশেপাশে বাড়িঘর রক্ষা পেলেও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।