সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সৎপুর দারুল হাদিস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন,সর্বজন শ্রদ্ধেয় (ছাতকী হুজুর নামে পরিচিত) কালারুকা ইউনিয়নের মুক্তির গাও নিবাসী আল্লামা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব ইন্তেকাল করেছেন। অদ্য বৃহষ্পতিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। গত কয়েক দিন ধরে তিনি সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ছিলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মরহুম মাওলানা আব্দুল হাই ছাতকী হুজুর সাহেবের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩.৩০ ঘটিকার সময় মুক্তির গাও গ্রামের পশিচমের মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।##