প্রদীপ চন্দ্র মম
পৃথিবীর অধিকাংশ মানুষ বড্ড বেশি স্বার্থপর;
গোপনে কিংবা প্রকাশ্যে ভাঙছে ঘর।
ক্ষমতা-লোভ-অহংকার-ঘৃণা-
অবিশ্বাস
ভালবাসা বনবাস দিয়ে কঠিন এক বাস্তবতায় নেমেছে।
স্বার্থের দ্বন্দ্ব-নারী নির্যাতন-রাজনীতির দূর্বৃত্তায়ন-জঙ্গি হামলা-বিবর্ণ কোলাহল;
অস্থির পৃথিবীতে আজ সীমাহীন সংকট!
তারপর মধ্যস্বত্বভোগীর তৎপরতা-ভবিষ্যতের শঙ্কা,
বিপদজনক মিষ্টিভাষীদের বিরতিহীন আক্রমণ,
জনসাধারণের ভাগ্যনির্ভরতা, রাজনীতিবিদদের আত্মসর্বস্বতা,
ধর্মের নামে মানুষ হত্যা করা
অস্থির পৃথিবীতে আজ সীমিহীন সংকট!