আজহারুল ইসলাম :- বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে মাজার দখলের চেষ্টা ও যাতায়াতের রাস্তা প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপরে ওই গ্রামের আকবর আলী এলাকাবাসীর পক্ষে বুধবার ১৫ জানুয়ারী তার সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর ।
অভিযোগ সূত্রে জানা যায় একই গ্রামের কবির হোসেন ও সোহেল মিয়া জনসাধারনের চলাচলের সরকারী রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনসাধারনের চলাচলে বিগ্ন ঘটাচ্ছে এবং দীর্ঘদিনের নির্মিত আব্দুর রহমানের মাজার শরীফ তাদের দখলে নেয়ার অপচেষ্টা করছে ।
এ ব্যাপারে কবির হোসেন জানান, আমি আমার ক্রয়কৃত জমিতে একটি গোয়াল ঘর করতে চাইছি, ওই জমিতে রাতের আধাঁরে খোকা সহ বেশ কয়েক আমাকে না জানিয়ে মাটি ফেলেছে । আর এখানে কোন মাজার নাই একটা কবর আছে কবর রেখে ওইখান থেকে কাশেম, মালেক, খালেক, ইসমাইল, ফজর, অইজ উদ্দিন, মজি, সুলতান, মজনু ২ শতক জমি বিক্রি করেছে । আমি রাস্তা বন্ধ করিনাই তাদেরকে বলেছি অন্য সাইট দিয়ে রাস্তা করতে । আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূন্ন মিথ্যা বানোয়াট ।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী কমান্ডার জানান অভিযোগের কথা জানতে পেরে ঘটনস্থলে গিয়েছি । কবির আমাদের দলের লোক রাতে আওয়ামীলীগের কয়েকটা প্রেতাত্তা এই কাজ করেছে । এইখানে কবিরের কোন দোষ নাই ।
এ ব্যাপারে উথুরা বিট কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছি, এখানে বন বিভাগের জায়গা, যাহার দাগ সাবেক ৪০৪,বর্তমান ৪৯১২.
বনের জায়গায় কারোর রাস্তা করা এবং বন্ধ করার কোন নিয়ম নাই তবে যাতায়াতের জন্য দুপায়ের রাস্তা রয়েছে । কেহ যদি নিয়ম বিরুদ্ধ কাজ করে তাহলে তাদের বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।