ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, শামসুল ইসলাম নুনু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় লন্ডনের কফি কর্নার”ওয়াট চ্যাপেলে” ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা এজে লিমন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা কয়সর আহমেদ, মাহফুজুর রাহমান মাছুম, আতাউর রাহমান রুবেল, রুয়েল মিয়া, লিয়াকত আলী, আমিন তালুকদার, নাসির হাসান, জুবায়ের আহমেদ, সৈয়দ মেহেদী হাসান, জয়নাল হুসেন, জাকারিয়া আলম, আব্দুল হামিদ, হাসান আহমদ লাহিন, আবুল খায়ের হাসান, সুফিয়ান আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে সাবেক ছাত্রদল নেতা শামসুল ইসলাম নুনু বলেন দলের জন্য সব সময় কাজ করে গেছি. সেই কৈশোর বয়স থেকে ছাত্রদল থেকে শুরু করে আজ পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের সংঘটন বিএনপির সাথে আছি এবং ইনশাআল্লাহ আমৃত্য কাজ করে যাব। তিনি তার নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।##