আজহারুল ইসলাম :- ময়মনসিংহ
ময়মনসিংহে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে উথুরা গ্রামের মৃত রামচরণ ছেলে শ্রী মিলন রবিদাস নিজ বসত ঘরে নিজেই আগুন দিয়ে
সর্ব শান্ত, আজ বেলা ২: ৩০ মিনিট সময়ে পারিবারিক ক্ষোপের বসবর্তী হয়ে নিজ ঘরে আগুন দিয়ে সকল ঘর পুড়ে ছাই করল। শ্রী মিলন রবিদাস গণমাধ্যম কে বলেন, আমার বাবার মৃত্যুর পর চাচা আমার জমিজমা ভাগবাটুরা করে দেয় নাই।এবং কি আমার স্ত্রী দুই ছেলে নিয়ে কষ্ট করে সংসার চালাই। আমার স্ত্রী দীর্ঘ যাবৎ শশুর বাড়িতে, আমার দুইটা ছেলে শুভ -৭
উস -৬ বছর, তাদের কে আমি ঘরে এসে দেখতে পাইনা, আমার মা ছাড়া কেউ আমার পরিবারের খোঁজ, খবর নেয় না। আমি এখন কি করবো, চাচারা ও কোন ফয়সালা করে না। এ ঘটনায় এলাকায় মানুষের সাথে কথা বললে বলে
এখানে তার বউ নাই, তার বাল বাচ্চা কেউ নাই, তার মনে অনেক কষ্ট থাকতেই পারে।
তাই বলে নিজের ক্ষতি ও বাড়ির লোকজনের প্রায় ৮ লক্ষ টাকার মালমাল পুড়ে ছাই করতে পারে । একে পুলিশ দেওয়া উচিত। পরে
ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের আনেন।