নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়িতে ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হীরা মিয়া’কে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম পোগলদিঘা গ্রামের মৃত ওমর আলীর ছেলে হীরা মিয়া (১৮) কে মাদক বিক্রির সময় ১০ পিচ ইয়াবা টেবলেটসহ আটক করে পুলিশ।
এলাকা বাসী ও পুলিশ সুত্রে জানা যায়, হীরা মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরিসহ বিভিন্ন অপরাধমুলক কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় হাতে নাতে হীরা মিয়া’কে আটক করে থানায় নিয়ে আসে। অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়াজামালপুর সংবাদ ২৪.কম’কে জানান- হীরা মিয়া নামে মাদক ব্যবায়ীকে মাদকদ্রব্য ১০ পিচ ইয়াবা টেবলেটসহ আটক করা হয় এবং মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া দু:খ প্রকাশ করে বলেন, এলাকার জনগণ আইনশৃঙ্খলার মাসিক মিটিংয়ে সবাই মাদকের বিরুদ্ধে কথা বলে। কিন্তু মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক উদ্ধারের সময় পুলিশকে কেউ সহযোগিতা করে না। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহৃত আছে, থাকবে। মাদক ব্যবসায়ী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।