রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুরের বওলার ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মৃত হরমুজের ছেলে নরসুন্দর সোহাগের পরকীয়া প্রেমিকা আকলিমা কে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ!
জানাযায় বওলায় সংগঠিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার এজাহার নামীয় আসামী আকলিমা খাতুন (৩০)কে আজ ভোরে আটক করে পুলিশে সোপর্দ করেছে মামলার বাদী নাজমা খাতুন।
উল্লেখ্য,গত ২০ জুলাই পরকীয়ার জেরে বওলা এলাকার বাসিন্দায় বিভিন্ন সময়ে ককটেল ফাটানোর নরসুন্দর সোহাগ মিয়া পিতা হরমুজ আলী তার নিজ কন্যা সুরাইয়া (১৩) এবং সুমাইয়া (১১) কে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতদের মা নাজমা খাতুন।
ঐ মামলায় নাজমার স্বামী গাঁজাখোর ঘাতক সোহাগ মিয়া (৩৮) সাড়ে ৫ মাস ধরে হাজতে আছে। এজাহার নামীয় অপর আসামী সোহাগের পরকীয়া প্রেমিকা আকলিমা এতোদিন পলাতক ছিলো।
আজ ভোর বেলাতে আসামী আকলিমা তার স্বামী সিরাজুলকে খুঁজতে বওলা এলে লোকজন তাকে আটকাতে চেষ্টা করে । খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী কাছে জানতে চাইলে তিনি বলেন ফুলপুর থানার মামলা নং ১৭(৭)২৪ ধারা ৩০২/৩৪ দবি মূলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।