প্রদীপ চন্দ্র মম
গভীর রাতে তন্দ্রার ঘোরে
মাঘের সন্ন্যাসীর আর্তনাদে প্রাণহীন পাতা ঝরে।
দক্ষিণা বাতায়নে টুপটাপ শিশিরের কান্না
নিষ্প্রাণ প্রকৃতি মুন্ডু করে রান্না।
অন্নহীন ক্ষুদার্ত মানুষ।
এক মুঠো ভাতের জন্য
ধনীদের দ্বারে দ্বারে অর্ধচন্দ্র খায়;
তবে কী দেশ, রসাতলে যায়!
বেকারত্ব যত বাড়ে, বেড়ে যায় ভিক্ষাবৃত্তি
এক মুঠো ভাতে হতাশার অভিশাপ দূর হয় কি?
অথচ মানুষ ভিক্ষাবৃত্তিকে পাপ বলে;
শ্রমজীবি হাতকেই ঈশ্বর জানে।
কর্ম নেই; নিরীহ মানুষের রক্তে ভেসে যাচ্ছে বাংলাদেশ!
চালের দাম নিত্য বাড়ে, বাজারদর
বেড়েছে তো কি হয়েছে?
মদের দাম যে কমেছে;
তবে কিসের দুঃখ? হাসি আনন্দ আর বলো _
আমি তো বন্ধু মাতাল নই;
কে যেন বলে _
ভয় নেই বেকার যুবসমাজ;
তোমাদের জন্যই বিদেশ থেকে এনেছি
শ্যামপান, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা আর গাঁজা!