সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকের চরমহল্লা ‘সানরাইজ কিন্ডার গার্টেনের আয়োজনে স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই (আশাকাচর ) পয়েন্ট সংলগ্ন’সানরাইজ কিন্ডার গার্টেন’ চরমহল্লা স্কুল প্রাঙ্গনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরমহল্লা ‘সানরাইজ কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল নজির আহমদ রাজু এবং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সিজ্জুলের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্টাকালিন সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও সফল ব্যবসায়ী হাফিজ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাখাইতি স্কুলের সাবেক সভাপতি, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী’র প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা’র সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী সোনা মিয়া, আলহাজ্ব জসিম তালুকদার, সদস্য আলহাজ্ব মুকতার আহমদ, মাওলানা জসিম উদ্দিন, চরমহল্লাহ আশাকাচর মাদ্রাসা’র মুহতামীম (ভারপ্রাপ্ত) মাওলানা নূরুল ইসলাম চরচৌড়াই জামে মসজিদের মোতাওয়াল্লী, সমাজকর্মী জহিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আলাল উদ্দিন, সাবেক মেম্বার হুসিয়ার আলী প্রমূখ। আরো বক্তব্য রাখেন, সমাজকর্মী বোরহান উদ্দিন, মাস্টার আব্দুল কাহার, শিক্ষার্থী অভিভাবক, ফার্মাসিষ্ট জয়নুল আবেদীন তালুকদার, শামসুল ইসলাম, কৃতি শিক্ষার্থী মাহমুদুল হাসান বায়েজিদ ও জাহরা আবেদীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন, স্কুলের শিক্ষার্থী মাশহুদুর সাফুল। পরে সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন অনুষ্টানের সকল অতিথিবৃন্দ। ##