মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২শ অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার (৫জানুয়ারী) বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডোমার ছাত্র প্রতিনিধিরা।
বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল ইসলাম আনুর সভাপতিত্বে ডোমার উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আব্দুল বারী, বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডোমার ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, শরীফ, বাধন ইসলাম, সজীবসহ অনেকে উপস্থিত ছিলেন ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডোমার ছাত্র প্রতিনিধি বাধন ইসলাম জানান অন্তবর্তীকালীন সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার দেওয়া কম্বলগুলো পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে দুস্থ অসহায়দের মাঝে দেওয়া হচ্ছে। ধাপে ধাপে উপজেলায় ১৮হাজার কম্বল বিতরণ করা হবে।