রবিউল হক বাবু:-ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নতুন বছরের উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা পিআইও অফিসার আশীষ কর্মকারের দিকনির্দেশনায় তালিকা তৈরি করে পয়ারী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ১লা জানুয়ারি অসুস্থ অসহায় দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে এবং ২ জানুয়ারি পয়ারী ইউনিয়ন সংলগ্ন বাগানবাড়ি তাক্ওয়া মঞ্জিল থেকে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি জানান, ২০১৭ সাল থেকে অসহায় অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থেকে প্রশাসন ও মানবিক মানুষদের সহায়তায় বিভিন্নভাবে সহযোগিতা করে আছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থা। এবারও নতুন বছরের শুরুতেই ২৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই শীতে শীর্তাতরা উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত হন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।