রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুরে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
ফুলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে কম্বল এবং হুইল চেয়ার বিতরণ হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর,পুটিয়া এ কে সমাজ কল্যাল সংস্থার সভাপতি নুরুল আলম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।