নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার পিংনায় গ্রুপিং রাজনীতিতে ঝিমিয়ে পড়ছে ইউনিয়ন বিএনপির রাজনীতি। একাধিক গ্রুপিং রাজনীতির কারণে সাধারণ নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা ও তীব্র ক্ষোভ।
জানা যায়, পিংনা ইউনিয়ন বিএনপির রাজনীতি ৩ গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ করে আসছে। এক গ্রুপের নেতৃত্বে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, অন্য গ্রুপের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং অন্য আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বিগত সময়ে পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত বিএনপি নেতা আবু হানিফা। এই ৩ গ্রুপের গ্রুপিং রাজনীতির কারণে সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের হতাশ ও তীব্র ক্ষোভ। এই গ্রপিং রাজনীতি কবলে পড়ে ইউনিয়ন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরাও ব্যক্তি কেন্দ্রীক গ্রুপিং রাজনীতিতে জড়িয়ে পড়ছে।
পিংনা ইউনিয়ন যুবদলের সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন- পিংনা ইউনিয়ন বিএনপির রাজনীতিতে গ্রুপিং রাজনীতির কারণে আমরা রাজনৈতিকভাবে দিনে দিনে পিছিয়ে পড়ছি। এই সুযোগে আ’লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- পিংনায় গ্রুপিং রাজনীতি বন্ধ করতে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু ওমরা হজব্রত পালন করতে সৌদি থাকার কারণে তার সাথে কথা বলা সম্ভব না হলেও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান- পিংনায় বিএনপির রাজনীতিতে গ্রুপিং রাজনীতির কোন সুযোগ নেই। তিনি আরো বলেন- যে বা যাহার এমন ভিত্তিহীন অভিযোগ করেছেন, তাদের এই ইউনিয়নে রাজনীতি করার কোন যোগ্যতা নাই। এ বিষয়ে বিএনপি নেতা আবু হানিফার সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে বারবার কল করলেও তাতে তিনি সাঁড়া দেননি।