রবিউল হক বাবু:- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলাধীন ডিসেম্বর ২০২৪ মাসের মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলার জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সভাপতিত্বে এবং মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ, ফুলপুর উপজেলা থানা ইনচার্জ জনাব আবদুল হাদি সহ,
এ সময় তারাকান্দা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আবদুল্লাহ মোঃ ইব্রাহিম, ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / প্রশাসকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অদ্য ৩০/১২/২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ১. আতশবাজি, পটকা ফোটানো থেকে বিরত থাকা ২. ফানুস উড়ানো থেকে বিরত থাকা
৩. যেকোনো প্রকার উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকা।
আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান ফারুক কে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে।