নিজস্ব প্রতিবেদক
জামালপুরের তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প কারখানা যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের
(জেএফসিএল-সিবিএ) নির্বাচন/২৪ সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার বিকালে শফিকুল ইসলাম- মোরশেদ আলম তালুকদার সমর্থিত বিএনপি প্যানেলের ২৩ পদের বিজয়ীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
জেএফসিএল সিবিএ সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্যানেল থেকে রবিউল ইসলাম সভাপতি ও শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মধ্যে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিবিএয়ের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। চলমান পরিস্থিতিতে রবিউল-শাহজাহান ছাড়া অন্য ২১ সদস্য গত ১১ নভেম্বর পদত্যাগ করেন। ফলে সিবিএ কমিটি ভেঙে যাওয়ায় সভাপতি-সম্পাদকপদসহ নতুন কমিটি গঠনের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করে। এরপর নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান আবু সাঈদ চলতি মাসের ৫ ডিসেম্বর অনাড়ম্বর পরিবেশে তফসিল ঘোষণা করেন। নির্বাচনে শফিকুল-মোরশেদ প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৩জন মনোনয়ন সংগ্রহ করেন। ১১ ডিসেম্বর ২৩ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বৈধ ২৩ জন প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটি।
সিবিএয়ের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- কার্যকরী সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি (শ্রম কল্যাণ) ফারুক আহমেদ, সহ-সভাপতি (পরিবেশ ও স্বাস্থ্য) মীর নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক (আইন) আকন্দ মো. সিকান্দার আলী, যুগ্ম সম্পাদক (পরিবেশ ও স্বাস্থ্য) হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন) কামরুজ্জামান টুকন, সহ-সাধারণ সম্পাদক (সমাজ কল্যাণ) সৈয়দ নুরুল আলম, অর্থ সম্পাদক মোদাসসির রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আব্দুল গণি, সহ-দপ্তর সম্পাদক আবু বককার, ক্রীড়া সম্পাদক গোড়াকেশ সাহা ভজ, সহ-ক্রীড়া সম্পাদক মারুফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুর রশিদ (২), সহ-প্রচার সম্পাদক গোলাম মোস্তফা (২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির উদ্দিন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।
জেএফসিএল সিবিএ নির্বাচন/২৪ কমিশনের চেয়ারম্যান আবু সাইদ (মাষ্টার অপারেটর) বলেন, যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী নির্বাচনে একক প্যানেলে ২৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অন্য প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সংগ্রহ না করায় ২৯ ডিসেম্বর রোববার বিকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটি-২০২৪ এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২৩ জন বৈধ প্রার্থীকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।