নিজস্ব প্রতিবেদক
দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ নবনির্বাচিত সিবিএ ২৩ সদস্যের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে সিবিএ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যার পর জেএফসিএল সিবিএ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
মোঃ শফিকুল ইসলাম সভাপতি, মোরশেদ আলম তালুকদার সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি (শ্রম কল্যাণ) ফারুক আহমেদ, সহ-সভাপতি (পরিবেশ ও স্বাস্থ্য) মীর নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক (আইন) আকন্দ মো. সিকান্দার আলী, যুগ্ম সম্পাদক (পরিবেশ ও স্বাস্থ্য) হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন) কামরুজ্জামান টুকন, সহ-সাধারণ সম্পাদক (সমাজ কল্যাণ) সৈয়দ নুরুল আলম, অর্থ সম্পাদক মোদাসসির রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম
মোস্তফা, দপ্তর সম্পাদক আব্দুল গণি, সহ-দপ্তর সম্পাদক আবু বককার, ক্রীড়া সম্পাদক গোড়াকেশ সাহা ভজ, সহ-ক্রীড়া সম্পাদক মারুফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুর রশিদ (২), সহ-প্রচার সম্পাদক গোলাম মোস্তফা (২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির উদ্দিন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে সিবিএ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।
জেএফসিএল সিবিএ নির্বাচন/২৪ কমিশনের চেয়ারম্যান আবু সাইদ (মাষ্টার অপারেটর) বলেন, যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী নির্বাচনে একক প্যানেলে ২৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অন্য প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সংগ্রহ না করায় ২৯ ডিসেম্বর রোববার বিকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটি-২০২৪ এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২৩ জন বৈধ প্রার্থীকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ৩০ ডিসেম্বর সরকারি ফলাফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে সিবিএ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।