নিজস্ব সংবাদদাতা:
সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকা ও দৈনিক বিজয় পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান এর বাবাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জান রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ। বুধবার (২৫ ডিসেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সাংবাদিক মো. মুশফিকুর রহমান এর বাবা’র স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তারকে রোগীর ভালোভাবে চিকিৎসা করার অনুরোধ জানান। এসম উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাইনুর রহমান মিন্টু, নির্বাহী সদস্য মো. সজিব সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিক মো. মুশফিকুর রহমান এর বাবা ব্রেন স্ট্রোক করলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. মুশফিকুর রহমান এর বাবাকে দেখতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি এম এ আরিফ ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান সহ সকল সাংবাদিকবৃন্দ তাকে দেখতে যান।