নিজস্ব প্রতিবেদক ঃ
২৯ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া সাধুরপাড়ায় ৩৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় যাতে সাংস্কৃতির নামে অপসংস্কৃতির প্রয়োগ না ঘটে এ বিষয়ে আয়োজকবৃন্দের প্রতি সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, আয়োজকবৃন্দ এবার ৩৫তম মেলা উল্লেখ করলেও মূলতঃ এটি এক শতাব্দীরও অধিক সময় আগে থেকে মেলা চলে আসছে। বিশেষ করে ছোনটিয়া পূর্বপাড়া সংলগ্ন ডোয়াইল পাড়ার ফাঁকা মাঠের বিশাল তেঁতুল তলায় এ মেলা বসতো। কালের পরিক্রমায় প্রয়োজনে বেশ কয়েক বছর আগে ঐতিহাসিক ওই তেঁতুল গাছটি কেটে ফেলে তার মালিক। তার পর থেকে ছোনটিয়া সাধুরপাড়ার পেইদা বাড়ী সংলগ্ন মেলা বসে আসছে। তবে এলাকার বিভিন্ন মহলে এও প্রচার আছে যে, এ মেলায় ঘোড়দৌড়ের পাশাপাশি নাটক ও গানের ব্যবস্থা থাকে। রাতে জুয়ার আসরও বসে। তাই সচেতন মহল এ নিয়ে খুবই উদ্বিগ্ন। কারন-মেলায় আসা যুবক-যুবতীদের মধ্যে কোন অনাকাঙ্খিত ঘটনা, পূর্ব শত্রæতা বশতঃ অযাচিত মারামারি, উঠতি বয়সী তরুণ ছাত্র সমাজ ইভটিজিং, মাদক ও জুয়ার আসক্তির মাধ্যমে বিপথগামীসহ নানা রকমের অসামাজিক কর্মকান্ডের আশঙ্কা রয়েছে। এলাকার প্রবীণরা মেলা আয়োজকবৃন্দের নিকট এ বিষয়ে যথাযথভাবে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। তবে সমালচকদের দৃষ্টি এড়ায়নি মেলা সংক্রন্ত প্রচার পত্রে লেখা ঘৌড় দৌড়। এখন আয়োজকবৃন্দের নিকট প্রশ্ন- ঘৌড় দৌড় নাকি ঘোড়দৌড়!
দিগপাইত ইউনিয়ন বি.এন.পি’র সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ এ মেলার উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা বি.এন.পি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বি.এন.পি’র সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো:ওয়ারেছ আলী মামুন। মেলা পরিচালনায় থাকবেন দিগপাইত ইউনিয়ন বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল ও সহ-পরিচালনায় থাকবেন দিগপাইত ইউনিয়ন সে¦চ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কেরামত আলী। উক্ত মেলার সভাপতিত¦ করবেন দিগপাইত ইউনিয়ন বি.এন.পি’র সভাপতি জিয়াউল হক মাস্টার। মেলার সার্বিক তত্ত¡াবধানে থাকবেন দিগপাইত ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক তোতা মিয়া ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল পেইদা। উক্ত মেলা পরিচালনা কমিটিতে রয়েছেন-শাহাদৎ হোসেন, মোজা ফকির, বাবুল মিয়া, আনিছুর রহমান ও হাসিবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রাত ১০টায় “লাইলী-মজনু” নাটক মঞ্চস্থু হবে।
কামরুল হাসান
মোবাইল ঃ ০১৯১৪৭৩৫৮৪২
তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৪