কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলীতে অবস্থিত দেশের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের জামতলী বাজার উপ-শাখা অধিক গ্রাহক সেবার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে। এ উপ-শাখাটি ২০২২ সালের ১ মার্চ যাত্রা শুরু করে। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১৩’শ আমানতকারী রয়েছে। তন্মধ্যে ৬ শতাধিক চলতি, ২৭০ জন সঞ্চয়ী, ২৬০ জন স্থায়ী ও ১৫০ জন ডিপিএস হিসাবধারী। মাত্র ১০ টাকায় হিসাব খোলা যায়। একে সাধারন মানুষের অসাধারন হিসাব বলা হয়ে থাকে। হিসাব খুলতে লাগবেÑযিনি হিসাব খুলবেন তার ২ কপি ছবি ও ভোটার আইডি কার্ড-এর স্পষ্ট ফটোকপি। সাথে নমিনির ২ কপি ছবি ও ভোটার আইডি কার্ড-এর স্পষ্ট ফটোকপি। ব্যবসায়ী হলে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফটোকপি। চাকুরিজীবি হলে অফিস আইডি কার্ড/বেতন প্রত্যয়ন পত্রের ফটোকপি ও আয়কর (যদি থাকে)।
এতে ৫ হাজার টাকার নিচে কোন মুনাফা দেয়া হয় না। তবে ৫ হাজারÑ ২৫ হাজার টাকা ২.৭৫%, ২৫ লাখ ১ টাকা Ñ ১ লাখ পর্যন্ত ৩.৭৫%, ১ লাখ ১ টাকা Ñ ৫ লাখ পর্যন্ত ৪% ও ৫ লাখ ১ টাকা Ñতদুর্ধ ৪.২৫% মুনাফা দেয়া হয়। আবার এক হিসাবেই চলতি, সঞ্চয়ী ও বিভিন্ন মেয়াদী স্থায়ী আমানতসহ অনেক সুবিধা রয়েছে। সঞ্চিত অর্থে দৈনিক ভিত্তিক মুনাফা প্রতিমাস শেষে প্রদান করা হয়। এ ক্ষেত্রে ২৫ হাজার টাকার নিচে কোন মুনাফা দেয়া হয় না। তবে ২৫ হাজারÑ ৫ লাখ টাকা ৪%, ৫ লাখ ১ টাকা Ñ২০ লাখ পর্যন্ত ৫%, ২০ লাখ ১ টাকা Ñ৫০ লাখ পর্যন্ত ৫.৫০% ও ৫০ লাখ ১ টাকা Ñ তদুর্ধ ৬% মুনাফা দেয়া হয়। এর বিশেষ সুবিধাহলো- সীমাহীন লেনদেন, স্থায়ী আমানতের মতো আকর্ষণীয় মুনাফা ও মেয়াদের অপেক্ষা না করে প্রতি মাসে মুনাফা উত্তোলনের সুবিধা। উল্লেখ্য, স্থায়ী আমানতের ক্ষেত্রে রয়েছে-স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী। যেমন-১ মাস, ৩ মাস ও ৬ মাস মেয়াদে ১০.৫০% মুনাফা দেয়া হয়। এ ছাড়া ১ বছর, ২ বছর, ও ৩ বছর মেয়াদেও ১০.৫০% মুনাফা দেয়া হয়ে থাকে। আইএফআইসি আমার ভবিষ্যৎ বা ১ Ñ ১০ বছর মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে মেয়াদ শেষে ১০% মুনাফা দেয়া হয়। একজন গ্রাহক মাসিক ৫’শ টাকা Ñ ৫০ হাজার টাকা পর্যন্ত কিস্তি জমা রাখতে পারবেন।
৫ বছর ৯ মাস টাকা ফিক্সড করে রাখলেই দ্বিগুণ মুনাফা পাবেন। ৫০ হাজার টাকা বা এর গুনিতক যে কোন পরিমাণ টাকা ডিআরডিএস করেই দ্বিগুণ এ সার্ভিসটি পাবেন। সঞ্চয় পত্রের মতো সুবিধা যা মাসিক ইনকাম স্কিম নামে অভিহিত। এতে প্রতিমাসে ১২% মুনাফা পাওয়া যায়। ১ বছরে ১১% মাসে প্রতি লাখে ৯১৬.৬৬ টাকা। ২ বছরে ১১.৫০% মাসে প্রতি লাখে ৯৫৮.৩৩ টাকা। ৩ বছরে ১২% মাসে প্রতি লাখে ১ হাজার টাকা মুনাফা নিশ্চিত।
এছাড়া রয়েছে এটিএম কার্ড দিয়ে যে কোন ব্যাংকের এটিএম থেকে যে কোন সময় বিনা মূল্যে টাকা উত্তোলনের সুবিধা। বিশেষকরে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড বাহিরের দেশে ডলারের ক্ষেত্রেও টাকার মতো সমানভাবে ব্যবহার করা যায়।
আইএফআইসি ব্যাংকের রেমিট্যান্স কার্যক্রমও রয়েছে। যেমনÑআইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিঃ, ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, প্লাসিড এনকে কর্পোরেশন, মাল্টিনেট ট্রাস্ট এক্সচেঞ্জ, আলফারদান এক্সচেঞ্জ, সিগু গেøাবাল সার্ভিসেস, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ট্রান্স-ফাস্ট রেমিট্যান্স এলএলসি।
অপরদিকে বিভিন্ন ক্যাটাগরির ৩১ জন ঋণীও রয়েছে। যেমন- কৃষিখাতে যেমন-গবাদি পশু পালন ও মসলা জাতীয় পণ্য উৎপাদনে (১-৫ লাখ) ১৬ জন, ব্যবসায়ী বা বুনিয়াদি খাতে (১-৫ লাখ) ১২ জন, ফ্ল্যাক্সি খাতে (৫-২০ লাখ) ২ জন ও হোম খাতে (৫ লাখ-২ কোটি) ১ জন । অফিস ইন্চার্জ শামসুল আলম অভিমত প্রকাশ করে বলেন যে, জামালপুর অর্থনৈতিক অঞ্চল নিকটবর্তী থাকায় ২০২৬ সাল নাগাদ এ উপ-শাখাটি একটি পূর্ণাঙ্গ শাখায় পরিনত হবে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২
২৫ ডিসেম্বর, ২০২৪