নূর হোসাইন :
৪ দিন আগে থেকে আফজাল শেখ নিখোঁজ , গত ২৩ ডিসেম্বর রাজধানী শাহবাগ থানায় তার ছেলে প্রিয় হোসেন জিডি করেন যার নং ১৬৫১ । জিডিতে ছেলে উল্লেখ করেন গত ২২ ডিসেম্বর কাজের উদ্দেশ্যে বর্তমান বাসা থেকে বের হয়ে ঢাকা মেডিকেল এলাকায় যান , রাত ৯ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল এলাকা থেকে নিখোঁজ হয় তার বাবা এখনো পর্যন্ত সন্ধান মিলেনি তবে জিডির পর মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে তিনি কুমিল্লায় আছেন বর্তমানে, এমনটিই জানালেন আফজাল শেখের একজন ঘনিষ্ঠ ব্যক্তি । জানা যায় রাজধানীর দারুস সালাম থানার মাজার রোড তৃতীয় কলোনির ২০০/ ১/ বি , বাজার রোড বড় মসজিদের পাশে তিনি বর্তমানে পরিবারবর্গ নিয়ে বসবাস করতেন তার তার পিতার নাম মৃত আব্দুল শেখ। মাতার নাম মনোয়ারা বেগম। এ ব্যাপারে জানতে জিডির তদন্ত কর্মকর্তা এস আই ইলিয়াস কবির এর ফোনে কল করলে তিনি রিসিভ করেননি ।